ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

রাশিয়ায় বিস্ফোরণে নিহত ৬

প্রকাশিত: ১০:৩৯ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

রাশিয়ার উত্তরাঞ্চলের একটি খনিতে উদ্ধারকাজ চালানোর সময় বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এদের অধিকাংশই উদ্ধারকারী দলের সদস্য। তিনদিন আগের ওই খনি দুর্ঘটনায় এখন পর্যন্ত আরো ২৬ শ্রমিক নিখোঁজ রয়েছে। দুর্ঘটনার পর ওই খনিতে উদ্ধারকাজ চালানোর সময় এ হতাহতের ঘটনা ঘটে।

রোববার দেশটির জরুরি মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যাটন কোভালিশিন জানান, খনি দুর্ঘটনায় নিখাঁজ শ্রমিকরা মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া জরুরি মন্ত্রী ভ্লাদিমির পুচকভও নিখোঁজ শ্রমিকদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে আশঙ্কা প্রকাশ করেন।

সেভারনায়া খনির এ দুর্ঘটনাকে রাশিয়ায় চলতি বছরের মধ্যে বড় ধরনের বলা হচ্ছে। বৃহস্পতিবার সেভারনায়া খনিতে ধসে চার শ্রমিক মারা যায়। এছাড়া নিখোঁজ হয় আরো ২৬ শ্রমিক। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনায় বিশেষ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

রাশিয়ায় ২০১০ সালে কেমারোভো অঞ্চলের রাসপদসকায়ায় একটি খনিতে বিস্ফোরণে ৯১ জনের প্রাণহানি ঘটে। এর আগে ২০০৭ সালে একই অঞ্চলে আরেকটি খনি দুর্ঘটনায় ১১০ জন নিহত হয়।

সূত্র: আলজাজিরা।

এসআইএস/পিআর