২০১৮ সালের মধ্যে ভারতের সব গ্রামে বিদ্যুৎ
আগামী দুই বছরের মধ্যে ভারতের সব গ্রামে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। সোমবার দেশটির পার্লামেন্টে কেন্দ্রীয় সরকারের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী অরুণ জেটলি এ তথ্য জানান।
অরুণ জেটলি বলেন, ২০১৮ সালের ১ মের মধ্যে ভারতের শতভাগ গ্রামে বিদ্যুৎ দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নরেন্দ্র মোদি সরকারের এ বাজেট ঘোষণার মাধ্যমে তৃণমূল মানুষের হাতাশা দূর হবে বলে বিজেপির নেতারা দাবি করছেন।
তারা বলছেন, অর্থমন্ত্রী অরুণ জেটলির তৃতীয় এ বাজেটে দেশটির কৃষিখাতের সঙ্গে জড়িত এক দশমিক তিন বিলিয়ন মানুষের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।
মোদি সরকারের এ বাজেটে কৃষি খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, কৃষিতে জোয়ার এলে বাজারও শক্তিশালী হবে।
পাশাপাশি বিভিন্ন কর সংক্রান্ত আইনের মধ্যে যে বিবাদ রয়েছে তা মিটিয়ে কর ব্যবস্থাকে আরও সহজ করে তোলার চেষ্টা করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন ও সামাজিক ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে এবারের বাজেটে।
এসআইএস/এবিএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের মাদকনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের
- ২ ফের দলের প্রধান হলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি
- ৩ পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকায় বিভ্রাট, মুসলিম হয়ে গেলেন ব্রাহ্মণ
- ৪ পাকিস্তানে আটকে থাকা পাঁচ শতাধিক আফগানকে নেবে জার্মানি
- ৫ ভেনেজুয়েলা উপকূলে মার্কিন হামলার ভিডিও ভাইরাল, নিহত ৪