ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

প্রেসিডেন্ট নির্বাচন

নাইজেরিয়ায় চলছে ভোটগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:৪২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে শনিবার (২৫ ফেব্রুয়ারি)। স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিট থেকে ভোটগ্রহণ শুরু হয়। দেশজুড়ে ১ লাখ ৭৬ হাজার ৬০০ কেন্দ্রে ভোটগ্রহণ চলবে দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত। দেশটির ৮ কোটি ৭০ লাখ মানুষ ভোট দিচ্ছে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির উত্তরাধিকারী নির্বাচনে মোট আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের ভোটে।

প্রেসিডেন্ট বুহারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আছেন। সংবিধান অনুযায়ী, তিনি আর ক্ষমতায় থাকতে পারবেন না। এই নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব আফ্রিকার সবচেয়ে জনবহুল রাষ্ট্র ও বছরের পর বছর সহিংসতা আর কষ্টের মধ্যে থাকা দেশের মানুষকে নতুন পথে পরিচালিত করবে।

নাইজেরিয়ায় চলছে ভোটগ্রহণ

আরও পড়ুন > আফ্রিকায় নির্বাচনের ব্যস্ততম বছর ২০২৩

রয়টার্সের খবরে বলা হয়েছে, সকাল ৮টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হলেও খুব একটা ভিড় দেখা যায়নি। উত্তরের কানো রাজ্য এবং দক্ষিণ বেয়েলসা রাজ্যে ভোটারদের সারি দেখা গেছে, তবে সেখানে তখনো কোনো নির্বাচনী কর্মকর্তাকে দেখা যায়নি।

নাইজেরিয়ায় চলছে ভোটগ্রহণ

ড্যানিয়েল কেসি নামে একজন ভোটার বলেন, ‘আমরা এখনো তাদের জন্য অপেক্ষা করছি। আমি এখানে আছি এবং বাকিরাও আছে। আমি ভোট দিতে, আমার ভোট দিতে, আমার সাংবিধানিক অধিকার পালন করতে আগ্রহী।’

নাইজেরিয়ায় চলছে ভোটগ্রহণ

ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গণনা শুরু হবে এবং ভোটকেন্দ্রের বাইরে ফলাফল পোস্ট করা হবে। ভোটের পাঁচ দিনের মধ্যে ৩৬টি রাজ্য এবং ফেডারেল রাজধানী আবুজা থেকে চূড়ান্ত গণনা প্রকাশ করা হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন > ২০২৩ সালেও ধীরগতিতে চলবে নাইজেরিয়ার অর্থনীতি

১৯৯৯ সালে নাইজেরিয়ায় সেনা শাসন থেকে গণতন্ত্র প্রবর্তিত হয়। বুহারি একজন অবসরপ্রাপ্ত সেনা জেনারেল, সংবিধান অনুমোদিত সর্বোচ্চ আট বছর দায়িত্ব পালন করার পরে পদত্যাগ করছেন। আফ্রিকার শীর্ষ তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়া জুড়ে শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছেন তিনি।

নাইজেরিয়ায় চলছে ভোটগ্রহণ

বুহারির স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে লড়াই করছেন ক্ষমতাসীন অল প্রগ্রেসিভ কংগ্রেসের সাবেক লাগোসের গভর্নর ৭০ বছর বয়সী বোলা টিনুবু। প্রধান বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টির সাবেক সহ-সভাপতি ৭৬ বছর বয়সী আতিকু আবুবাকার এবং অ্যানামব্রা রাজ্যের সাবেক গভর্নর ৬১ বছর বয়সী পিটার ওবি।

সূত্র: রয়টার্স, বিবিসি

এসএনআর/জেআইএম