ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০১:৪৩ পিএম, ০৩ মার্চ ২০১৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পুরো দেশে কোনো ধরনের কারণ ছাড়াই বিদ্যুৎ সংযোগ কেটে দেয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, দেশটির সব প্রদেশেই বিদ্যুৎ সংযোগ নেই। কর্মকর্তারা এর কারণ শনাক্তের চেষ্টা করছেন। যুদ্ধবিধ্বস্ত এ দেশটির অধিকাংশ এলাকায় দিনে মাত্র ২-৩ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়।

যুদ্ধবিরতি চুক্তি সামনে রেখে রাশিয়া এবং সিরিয়া সরকার দেশটির বিভিন্ন হাসপাতাল হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে অভিযোগ করছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

গত ১২ সপ্তাহে উত্তরাঞ্চলের আলেপ্পো প্রদেশে ক্লিনিক, মেডিক্যাল সেন্টার ও হাসপাতালে ৬ টি হামলা হয়েছে বলে প্রমাণ সংগ্রহ করেছে এই সংস্থাটি। এসব হামলায় মেডিক্যালের এক কর্মীসহ অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত ও ৪৪ জন আহত হয়েছে।

এসআইএস/পিআর