সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৩ এপ্রিল ২০২৩
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ভারতে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ
ভারতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, একদিনের ব্যবধানে দেশটিতে নতুন করে সংক্রমণের হার ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২৪ ঘণ্টায় নতুন ১০ হাজার ১৫৮টি কেস শনাক্ত হয়েছে। ফলে বর্তমানে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ৪৪ হাজার ৯৯৮।
ভারতের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা
ভারতের ২৮টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে গরিব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) রিপোর্টে জানানো হয়েছে, ভারতের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতি। তবে কেবল গরিব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার সম্পতির পরিমাণ মাত্র ১৫ লাখ রুপি।
উইঘুর মুসলিমদের রোজা রাখতে দিচ্ছে না চীন: রিপোর্ট
চীনর পূর্বাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে রমজান মাসেও উইঘুর মুসলিমদের ওপর চলছে চরম দমন-পীড়ন। তাদের রোজা রাখতে দিচ্ছে না চীনা কর্তৃপক্ষ। কেউ রোজা রাখছে কি না তা শনাক্তে প্রতিটি এলাকায় একাধিক গুপ্তচর নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত বেসরকারি সংবাদ সংস্থা রেডিও ফ্রি এশিয়া (আরএফএ)।
যুক্তরাষ্ট্র ছেড়ে চীনের দিকে সৌদি আরব
মধ্যপ্রাচ্যে গত কয়েক সপ্তাহের মধ্যে নাটকীয় এক ঘটনা ঘটে গেছে। সাত বছর আগে ভেঙে পড়া সম্পর্ক পুনঃস্থাপন করেছে অঞ্চলের সবচেয়ে দুই প্রভাবশালী বৈরী দেশ সৌদি আরব ও ইরান। বিস্ময়কর হলেও সত্য এই সম্পর্ক জুড়তে মধ্যস্থতা করেছে সৌদি আরবের দীর্ঘ দিনের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র নয়, বরং বর্তমানে বিশ্বে যুক্তরাষ্ট্রের এক নম্বর প্রতিপক্ষ চীন।
সম্পর্কের বরফ গলছে কাতার-বাহরাইনের
অবশেষে মধ্যপ্রাচ্যের দেশ কাতার এবং বাহরাইনের মধ্যকার সম্পর্কের বরফ গলে সম্পর্ক স্বাভাবিক হতে যাচ্ছে। নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে দেশ দুটি। কাতার এবং বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে জানানো হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে বুধবার (১২ এপ্রিল) গালফ কো-অপারেশন কাউন্সিলে (জিসিসি) দুদেশের প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন।
জাতিসংঘ প্রধানকে রুশপন্থি সন্দেহ যুক্তরাষ্ট্রের, চালালো নজরদারি
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রাশিয়ার স্বার্থ মেটাতে খুবই আগ্রহী ছিলেন বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। এমনকি, গুতেরেসের ওপর নিবিড় পর্যবেক্ষণও চালিয়েছে ওয়াশিংটন। সম্প্রতি অনলাইনে ফাঁস হওয়া কয়েকটি মার্কিন গোপন নথি থেকে এমন সব তথ্য জানা গেছে।
সাত বছরে প্রথমবারের মতো খুললো সৌদির ইরানি দূতাবাসের দরজা
অবশেষে সাত বছরের মধ্যে প্রথমবারের মতো খোলা হয়েছে সৌদি আরবে অবস্থিত ইরান দূতাবাসের দরজা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান, বুধবার (১২ এপ্রিল) রিয়াদে ইরানি দূতাবাস প্রাঙ্গণের মূল ফটকটি খোলা ছিল ও সেসময় ইরানের একটি প্রতিনিধিদল ভবনটি পরিদর্শন করেন।
মার্কিন নথি ফাঁস করেছেন সামরিক ঘাঁটিতে কাজ করা তরুণ
মার্কিন সামরিক গোপন নথি ফাঁস করেছেন এক তরুণ। তার বয়স ২০ এর ঘরে এবং তিনি একটি মার্কিন সামরিক ঘাঁটিতে কাজ করতেন। একটি অনলাইন চ্যাট গ্রুপের কয়েকজন সদস্যের বরাত দিয়ে বুধবার (১২ এপ্রিল) এসব তথ্য জানায় যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তবে নথি ফাঁসকারীর নাম প্রকাশ করেনি পত্রিকাটি।
ভারতে এবার বিবিসির বিরুদ্ধে মামলা
বৈদেশিক লেনদেনে অনিয়মের অভিযোগে বিবিসির বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট-এর অধীনে মামলা দায়ের করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংস্থাটির একটি অফিসিয়াল সূত্র জানিয়েছে, বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে মামলা নথিভুক্ত করেছে ইডি।
সেহরিতে ঘরের চেয়ে বাইরের খাবারে টান কলকাতাবাসীর
স্বপ্ননগরী কলকাতায় বেশিরভাগ মানুষ যখন রাতে গভীর ঘুমে আচ্ছন্ন, তখন রমজান মাসে জেগে থাকেন কিছু মানুষ। পবিত্র এই মাস এলেই তিলোত্তমার শহরের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে ধরা পড়ে অন্যরকম এক চিত্র। আলো ঝলমলে কলকাতায় সেহরির আগে দেখা মেলে রাতজাগা এক দল যুবক ক্রিকেট-ফুটবল খেলায় ব্যস্ত। রাতের ফাঁকা রাস্তায় উৎসবের আমেজে মেতে ওঠে তরুণপ্রাণ। সবশেষ সেহরির পর দলবেঁধে ফজরের নামাজ পড়ে ঘুমাতে যায় তারা।
এসএএইচ/জেআইএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়
- ২ ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ
- ৩ আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দেবেন রোহিঙ্গারা, এটি কেন এত গুরুত্বপূর্ণ?
- ৪ শিগগির ইন্টারনেট পুনরুদ্ধার হবে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
- ৫ ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে নিজের ছবি পোস্ট ট্রাম্পের