ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা

প্রকাশিত: ০৩:৪৫ এএম, ০৮ ডিসেম্বর ২০১৪

সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অন্তত দুইটি স্থানে রবিবার ইসরায়েলি বিমান থেকে হামলা চালানো হয়েছে। সিরীয় সেনাবাহিনী ও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ দাবি করা হয়েছে। খবর আলজাজিরা ও বিবিসির।

ইসরায়েলের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। দেশটি ২০১১ সালে শুরু হওয়া আসাদবিরোধী আন্দোলনের পর থেকেই সিরিয়ায় হামলা চালিয়ে আসছে।

সিরীয় রাষ্ট্রীয় টেলিভিশনে সেনাবাহিনীর বিবৃতি উল্লেখ করে বলা হয়েছে, দামেস্ক প্রদেশের আন্তর্জাতিক বিমানবন্দর ও দিমাস এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান। ওই দু’টি এলাকা সহিংসতামুক্ত ছিল বলেও উল্লেখ করা হয়েছে।

ওই হামলার ঘটনায় কেউ হতাহত না হলেও তা শত্রুদের উপকারার্থে চালানো হয়েছে বলে উল্লেখ করেছে সেনাবাহিনী।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়া-লেবানন সীমান্ত সংলগ্ন দিমাস এলাকায় রবিবার ১০টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এ ছাড়া দামেস্ক বিমানবন্দরের কাছে খান আল-শাহ এলাকায় আট দফা বিমান হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার লেবাননের কিছু অংশে ইসরায়েলি জেট বিমানগুলো উড়তে দেখা যায়। সিরিয়ার দাবি করা হামলার এলাকা থেকে ৩০ কিলোমিটার দূরে লেবাননের আকাশসীমায় ওগুলো উড়ছিল।

সিরিয়ার অভ্যন্তরে হামলা ছাড়াও গোলান মালভূমি অঞ্চলে সিরীয় সেনাদের ওপর প্রায়ই হামলা চালিয়ে থাকে ইসরায়েল।

১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের শেষ মুহূর্তে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির অনেকাংশ দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকেই দখল করা অঞ্চলকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে দেশটি। যদিও আন্তর্জাতিকভাবে এর স্বীকৃতি নেই।