মার্কিন বিমান হামলায় আইএস নেতা শিশানি নিহত
মার্কিন জোটের বিমান হামলায় সিরিয়ায় ইসলামিক স্টেটের সামরিক প্রধান এবং আবু বকর আল বাগদাদির ঘনিষ্ঠ সহচর আবু ওমর আল শিশানি নিহত হয়েছেন। খবর রয়টার্সের
খবরে বলা হয়েছে, ৪ মার্চ সিরিয়ার আল শাদাদ শহরে মার্কিন জোটের বিমান হামলায় নিহত হয়েছেন শিশানি। অপরদিকে কুর্দি গেরিলারা জানায়, শিশানির গাড়ি লক্ষ্য করে চালানো বিমান হামলায় প্রাণ হয়েছেন শিশানি।
তবে এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি যুক্তরাষ্ট্র। সিরিয়ায় আইএসের স্বঘোষিত রাজধানী রাক্কায় ত্রাস ও আতঙ্ক হিসেবে পরিচিত ছিলেন শিশানি। তার জন্ম ১৯৮৬ সালে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভূক্ত জর্জিয়াতে।
টিটিএন/এমএস