ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফারাক্কায় তাপবিদ্যুৎ কেন্দ্রের অধিকাংশ ইউনিট বন্ধ

প্রকাশিত: ০৫:২৯ পিএম, ১২ মার্চ ২০১৬

পশ্চিমবঙ্গে ফারাক্কায় ভাগীরথী নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় সেখানকার তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে মাত্র একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকবে বলে শনিবার ফারাক্কার তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধ হয়ে যাওয়া ওই পাঁচটি কেন্দ্র থেকে ১৬শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। বন্ধ হয়ে যাওয়ার কারণে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িষ্যা ও পূর্বাঞ্চলের শিল্প-প্রতিষ্ঠান ঝুঁকিতে পড়বে।

ফারাক্কার তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা এক বিবৃতিতে বলেন, কয়েকদিনের মধ্যে এ সমস্যা সমাধানের সম্ভাবনা নেই। পানির নাব্যতা বাড়লে আবার বিদ্যুৎ উৎপাদনের ইউনিটগুলো চালু করা হবে।

গত এক দশকের মধ্যে পানি স্বল্পতার কারণে এই প্রথম ফারাক্কার তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট বন্ধ করে দেয়া হলো। এছাড়া পানির নাব্যতা নজিরবিহীন কমে গেছে।

এসআইএস/বিএ