ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শান্তির নোবেল মনোনয়ন তালিকায় তুরস্কের শহর

প্রকাশিত: ১০:১৭ এএম, ১৩ মার্চ ২০১৬

স্থানীয় বাসিন্দাদের চেয়ে বেশি শরণার্থীকে আশ্রয় দেওয়ায় তুরস্কের কিলিশ শহর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে। সিরীয় সীমান্তের কাছে তুরস্কের ওই শহরে স্থানীয় বাসিন্দা রয়েছে ৯০ হাজার। কিন্তু যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার এক লাখ ২০ হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে ওই শহরটিতে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়া সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে তুরস্কের কিলিশ শহরে শরণার্থীরা ব্যবসা-বাণিজ্য করছে। এছাড়া তুরস্কের নাগরিকদের সঙ্গে মিলে কাজও চালিয়ে আসছে। তুরস্ক জুড়ে শরণার্থীদের নিয়ে অনেক বিরক্তি দেখা গেলেও এই শহরটিতে তা নেই।

কিলিশের মেয়র হাসান কারা মানবাধিকার সুরক্ষার জন্য এই শরটিকে কেন একটি আন্তর্জাতিক মডেল হিসেবে বিবেচনা করা উচিত তা তুলে ধরেছেন। তিনি বলেন, কিলিশ আজ নিজস্ব জনসংখ্যার চেয়ে অধিক সিরীয় শরণার্থীর আশ্রয়স্থল। কিলিশের বাসিন্দারা তাদের শহর, রাস্তা এমনকি আকাশও সিরীয়দের সঙ্গে ভাগাভাগি করছে।

হাসান কারা বলেন, জাতিসংঘের সব সদস্য দেশ, ইউরোপীয় ইউনিয়ন কিলিশের এই উদাহরণকে স্বীকৃতি দেওয়া উচিত বলে আমরা মনে করি। আর এ কারণেই কিলিশকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সাম্প্রতিক এক পরিসংখ্যান অনুযায়ী, সিরিয়ার ২৭ লাখেরও বেশি নিবন্ধিত শরণার্থীকে আশ্রয় দিয়েছে তুরস্ক। এরপরও আরো শরণার্থীকে নেওয়ার জন্য সীমান্ত খুলে দিতে তুরস্ককে চাপ দিয়ে আসছে এ সংস্থাটি।

এসআইএস/পিআর