ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

হংকংয়ে উড়োজাহাজের টায়ার ফেটে ১১ যাত্রী আহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ২৫ জুন ২০২৩

হংকং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লস অ্যাঞ্জেলেসগামী ক্যাথাই প্যাসিফিকের একটি উড়োজাহাজের টায়ার ফেটে ১১ যাত্রী আহত হয়েছে। শনিবার (২৪ জুন) ভোরে ক্যাথাই প্যাসিফিকের সিএক্স ৮৮০ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটিতে ১৭ জন ক্রু ও ২৯৩ জন যাত্রী ছিলেন।

এক বিবৃতিতে ক্যাথাই প্যাসিফিক জানিয়েছে, কারিগরি সমস্যার কারণে উড়োজাহাজটির উড্ডয়ন বাতিল করা হয়। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যাত্রীদের নিরাপদে সরানোর সময় অতিরিক্ত গরম হয়ে একটি টায়ার ফেটে যায়। পূর্বসতর্কতামূলক পদক্ষেপ হিসেবে যাত্রীদের পাঁচটি এসকেপ স্লাইডে করে সরিয়ে নেওয়ার সময় কয়েকজন আহত হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ১১ যাত্রীর মধ্যে ৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালে থাকা বাকি দুই যাত্রী ও তাদের পরিবারকে ক্যাথাই প্যাসিফিক কর্তৃপক্ষ সহযোগিতা করবে। তাছাড়া যাত্রীদের অসুবিধার জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছে ক্যাথাই প্যাসিফিক।

সূত্র: এনডিটিভি

এসএএইচ