আঙ্কারা বিস্ফোরণের পর পিকেকের বিরুদ্ধে ব্যাপক অভিযান
আঙ্কারায় বোমা বিস্ফোরণে ৩৭ জনের প্রাণহানির পর কুর্দিপন্থী পিকেকে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে তুরস্ক সরকার। রোববারের ওই বিস্ফোরণের পর সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়ার পর তুরস্ক ও ইরাকে সোমবার এ অভিযান শুরু করা হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, পিকেকের এক নারী যোদ্ধা রোববারের হামলায় বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে। হামলার পর দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্তত তিনটি শহরে কারফিউ জারি করা হয়েছে। এছাড়া ইরাকে কুর্দি বিদ্রোহীদের ক্যাম্পেও যুদ্ধবিমান থেকে হামলা হয়েছে।
আঙ্কারার সেনাবাহিনী বলছে, কান্দিল এবং গারা এলাকা পিকেকের ১৮টি অবস্থান লক্ষ্য করে ১১টি যুদ্ধবিমান থেকে আঘাত হানা হয়েছে। পিকেকে বিদ্রোহীরাও হামলার তথ্য নিশ্চিত করেছে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, কুর্দি অধ্যুষিত দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের দুটি শহরে কারফিউ জারি করা হয়েছে। এছাড়া আরেকটি শহর সিরনাকেও কারফিউ চলছে।
এদিকে, রোববার আঙ্কারার ওই বিস্ফোরণের দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার না করলেও দেশটির সরকার হামলার জন্য পিকেকে বিদ্রোহীদের দায়ী করেছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এফকান আলা বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, দায়ীদের নাম প্রকাশ করা হবে।
এসআইএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মাচাদোকে শান্তি পুরস্কার দেওয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের ফৌজদারি অভিযোগ দায়ের
- ২ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
- ৩ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন
- ৪ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ৫ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প