ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আইএস কমান্ডার শিশানির মৃত্যু নিশ্চিত করেছে পেন্টাগন

প্রকাশিত: ০৪:২৩ এএম, ১৫ মার্চ ২০১৬

ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষস্থানীয় কমান্ডার ওমর শিশানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। খবর বিবিসির।
 
পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন বিমান হামলায় আহত হয়েছিলেন শিশানি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
 
চলতি মাসের ৪ তারিখে আইএসের একটি ঘাঁটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল মার্কিন জোট। সেসময় শিশানির মৃত্যু হয়েছে কিনা সে বিষয়ে জোর দিয়ে কিছু বলা হয়নি। মার্কিন জোটের বিমান হামলায় শিশানি নিহত হয়ে থাকতে পারে বলে গণমাধ্যম প্রচার করেছিল।

তবে সেসময় মার্কিন কর্মকর্তাদের তরফ থেকে শিশানির মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়া হয়নি। মঙ্গলবার শিশানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সবশেষ পর্যালোচনা অনুযায়ী শিশানি মারা গেছেন।
 
টিটিএন/পিআর