ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৬ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ০৬ জুলাই ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

তুরস্ক সফরে যাচ্ছেন জেলেনস্কি

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি ও কৃষ্ণসাগরের শস্য চুক্তি নিয়ে আলোচনা করতে শুক্রবার (৭ জুলাই) তুরস্ক সফরে যাচ্ছেন ভলোদিমির জেলেনস্কি। সেখানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৃহস্পতিবার (৬ জুলাই) আনাদোলু নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

কোরআন পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা চায় অধিকাংশ সুইডিশ

সুইডিশ জাতীয় টেলিভিশন সম্প্রচারকারী প্রতিষ্ঠান এসভিটি পরিচালিত নতুন এক সমীক্ষায় দেখা গেছে, গত সপ্তাহে কোরআণ পোড়ানোর ঘটনায় বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনা ও বিক্ষোভ হওয়ার পর সুইডিশ জনগণের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

বিজেপির মূল লক্ষ্য হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা: অমর্ত্য সেন

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিজেপির আকস্মিক তোড়জোড়ে ক্ষুব্ধ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তার অভিযোগ, এসবই বিজেপির ধাপ্পাবাজি। তাদের আসল লক্ষ্য হলো হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

পরপর দুদিন রেকর্ড তাপমাত্রা দেখলো বিশ্ব

নজিরবিহীনভাবে বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা। ফলে পরপর দুই দিন তাপমাত্রায় রেকর্ড দেখলো বিশ্ব। জলবায়ু পরিবর্তন ও এল নিনো আবহাওয়া পরিস্থিতিই এর জন্য দায়ী। এমন পরিস্থিতিতে আরও একটি দাবদাহময় গ্রীষ্ম দেখতে পারে উত্তর গোলার্ধ।

জ্বালানির অভাবে সামরিক অনুশীলন বন্ধ পাকিস্তান সেনাবাহিনীর

দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক ও জ্বালানি সংকটে ভুগছে পাকিস্তান। এবার দেশটির সেনাবাহিনীর জ্বালানিও প্রায় শেষের পথে। আর এ কারণেই চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সবধরনের সামরিক অনুশীলন স্থগিত ঘোষণা করেছে তারা।

প্রায় ২০০ মামলা, জীবনের ঝুঁকি থাকলেও দেশ ছাড়বেন না ইমরান

ক্ষমতাচ্যুতের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুলি করে হত্যার চেষ্টা হয়েছে। অসংখ্য মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে বিদেশে অবস্থানরত ইমরানের ভক্তরা তাকে দেশ ত্যাগের অনুরোধ জানিয়েছেন। তবে ইমরান খান পরিষ্কার করে জানিয়েছেন, তিনি পাকিস্তানেই থাকবেন।

ওয়াগনার প্রধান এখন রাশিয়ায়

গত মাসে রাশিয়ায় সশস্ত্র বিদ্রোহের নেতৃত্ব দেওয়া ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এখন আর বেলারুশে নেই। তিনি বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন বলে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকো নিশ্চিত করেছেন। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে রাশিয়াকে সমর্থন করা ওয়াগনার গ্রুপ গত মাসে হঠাৎ করেই রুশ সেনাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। সে সময় ইউক্রেনীয় বাহিনীর বিপক্ষে লড়াইয়ে রুশ সেনাদের সমর্থনের বদলে তারা রুশ বাহিনীর ওপরই পাল্টা আক্রমণ চালায়।

ন্যাটোর সদস্যপদ নিয়ে ধোঁয়াশায় সুইডেন

সুইডেনের রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের সামনে পবিত্র ঈদুল আজহার দিন প্রকাশ্যে কোরআন শরিফে আগুন দেন ইরাকি বংশোদ্ভূত এক ব্যক্তি। সালওয়ান মোমিকা নামের ওই ব্যক্তি পাঁচ বছর আগে অভিবাসী হিসেবে সুইডেনে আসেন এবং সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন যে, এখন তার সুইডিশ পাসপোর্ট রয়েছে।

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে গ্যাস লিক, ১৬ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের কাছে একটি বস্তিতে গ্যাস লিকের ঘটনায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। বৃহস্পতিবার জরুরি বিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ২৭

মেক্সিকোতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে ২৭ জন প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে একটি পাহাড়ি রাস্তা থেকে ছিটকে বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে পাওয়া ফুটেজে দেখা গেছে একটি পাহাড়ের গাড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে। সেখানে কাজ করছেন উদ্ধারকারীরা।

এমএসএম/এমএস