উত্তর কোরিয়ায় কৃত্রিম ভূমিকম্প শনাক্ত
উত্তর কোরিয়ায় একটি ছোটমাত্রার কৃত্রিম ভূমিকম্প শনাক্ত করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের কারণে এ ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানী পিয়ংইয়ং থেকে ৩৪ কিলোমিটার দক্ষিণ পূর্বে রিখটার স্কেলে ২ দশমিক ২ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় সময় বুধবার সাড়ে ১২টার দিকে ওই ভূমিকম্প আঘাত হেনেছে।
এর আগে গত জানুয়ারিতে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা চালানোর সময় একটি শক্তিশালী কৃত্রিম ভূমিকম্প অনুভূত হয়। তবে আনুষ্ঠানিকভাবে পিয়ংইয়ং জানায়, পারমাণবিক পরীক্ষার কারণে এ ধরনের কম্পন অসম্ভব।
দক্ষিণ কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা ইয়োনহাপের এক প্রতিবেদনে আবহাওয়া কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, বুধবারের এই কম্পন পারমাণবিক পরীক্ষার কারণে হয়েছে তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। এক কিলোমিটার গভীর থেকে উৎপত্তি হওয়া এই ভূমিকম্প বিস্ফোরণের কারণে হতে পারে।
এসআইএস/এবিএস