ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হাইতিতে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৭

প্রকাশিত: ১১:০৯ এএম, ১৮ মার্চ ২০১৬

হাইতিতে একটি ট্র্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়েছে আরো ৩০ জন। বৃহস্পতিবার রাজধানী পোর্ট-আউ-প্রিন্স থেকে ১শ ১০ কিলোমিটার উত্তর-পূর্বের হিনছে শহরের একটি তেল কোম্পানীর  ট্যাঙ্কারে আগুন লেগে বিস্ফোরিত হয়।

ওই দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি চোখের সামনে জলজ্যান্ত মানুষগুলোকে আগুনে পুড়ে মরতে দেখেছি। কিন্তু কেউ তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি।

হাইতির বহু শহরের মত হিনছে শহরেও অগ্নিকাণ্ডে সহায়তা দেয়ার জন্য কোনো প্রতিষ্ঠান নেই।

ওই বিস্ফোরণের ঘটনায় আশেপাশের চারটি বাড়ি আগুনে পুড়ে গেছে। এছাড়া ২২টির মত যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

টিটিএন/এমএস