ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সেনা প্রত্যাহারের ঘোষণার পরেই সিরিয়ায় রাশিয়ার হামলা

প্রকাশিত: ০৫:০৬ এএম, ১৯ মার্চ ২০১৬

সিরিয়ার পালমিরা শহরে ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে ২৫ বার বিমান হামলা চালিয়েছে রাশিয়া। গত বছরের মে মাসে ঐতিহাসিক পালমিরা নগরটি দখল করেছিল আইএস। ওই শহর থেকে আইএসকে হটাতেই বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

গত সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুট করেই ঘোষণা দিয়েছিলেন সিরিয়া থেকে রাশিয়া তাদের সেনাবাহিনী প্রত্যাহার করে নেবে। এরপর মঙ্গলবার থেকেই তারা দেশটি থেকে সেনা প্রত্যাহার শুরু করে। তারা সিরিয়ায় আর হামলা চালাবে বলেও ঘোষণা দিয়েছিল। অথচ এতসব ঘোষণার পরেই আবারও সিরিয়ায় হামলা চালালো রুশ বাহিনী।  

অপরদিকে শুক্রবার আইএসের তরফ থেকে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরে পালমিরা শহরে হামলায় রুশ সেনাবাহিনীর পাঁচ সদস্যকে হত্যা করেছে তাদের যোদ্ধারা। এ সম্পর্কে রুশ বাহিনীর তরফ থেকে কিছু জানানো হয়নি।

টিটিএন/এমএস