ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইউরোপে ঠাঁই পাবে ৭২ হাজার শরণার্থী

প্রকাশিত: ০৬:৫২ এএম, ১৯ মার্চ ২০১৬

ইউরোপে ঠাঁই পাবে ৭২ হাজার শরণার্থী। শরণার্থী ইস্যুকে কেন্দ্র করে তুরস্কের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার ইইউয়ের নেতারা চুক্তিটি চূড়ান্ত করেছেন। এই চুক্তির অধীনে তুরস্কে অবস্থানরত ৭২ হাজার শরণার্থীকে বসবাসের সুযোগ দেবে ইইউ। খবর বিবিসির।

এ বিষয়ে এক টুইট বার্তায় ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক জানান, তুরস্কের সাথে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের চুক্তিটি সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এদিকে অন্য এক সূত্র জানিয়েছে, এ চুক্তির আওতায় যেসব অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী রোববার মধ্যরাতের মধ্যে গ্রিসে প্রবেশ করবে কিন্তু আশ্রয় পাবে না তাদের আবার তুরস্কে ফেরত পাঠানো হবে।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তুরস্কে অবস্থানরত কয়েক হাজার শরণার্থীর বসবাসের ব্যবস্থা করে দেবে বলে চুক্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই চুক্তির ফলে তুরস্ক লাভবান হবে কেননা এতে তারা একদিকে যেমন আর্থিক সহযোগিতা পাবে তেমনি অন্যদিকে ইইউ-এর সদস্যপদ প্রাপ্তির পথ সুগম হবে বলে দাবী বিশ্লেষকদের।

টিটিএন/এমএস