ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

জি২০’র স্থায়ী সদস্য হওয়ার আমন্ত্রণ পেল আফ্রিকান ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৩

ভারতে শরু হয়েছে জি২০ শীর্ষ সম্মেলন। এতে এরই মধ্যে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ কয়েক ডজন বিশ্বনেতা। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফ্রিকান ইউনিয়নকে জি২০তে স্থায়ীভাবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।

মোদী বলেন, সবার অনুমোদনেরভিত্তিতে আমি আফ্রিকান ইউনিয়নের প্রধানকে অনুরোধ করছি জি২০ সদস্যে দেশের কাতারে এসে আসন গ্রহণের জন্য। এরপরই সংস্থাটির নেতা বিশ্ব নেতাদের পাশের আসনে বসেন।

আরও পড়ুন>সম্পর্ক জোরদারের অঙ্গীকার মোদী-বাইডেনের

আফ্রিকান ইউনিয়নের মোট সদস্য সংখ্যা ৫৫। ইউরোপীয় ইউনিয়নের মতোই এটির বর্তমান মর্যাদা।

এর আগে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে দুই দেশের এই রাষ্ট্র প্রধানরা সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করেছেন।

আরও পড়ুন>দিল্লি বিমানবন্দরে আইএমএফ প্রধানের নাচের ভিডিও ভাইরাল

বাইডেন ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছানোর পর শুক্রবার এক যৌথ বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ভারত কোয়াড অ্যালায়েন্সের সদস্য হিসেবে একটি মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক ইন্দো-প্যাসিফিক এর জন্য সমর্থন পুনর্ব্যক্ত করেছে। অস্ট্রেলিয়া ও জাপান এই জোটের সদস্য।

সূত্র: আল-জাজিরা, বিবিসি

এমএসএম