কিশোরীর সঙ্গে যৌন সম্পর্ক করায় জনসনের শাস্তি শুরু
অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অপরাধে ব্রিটিশ ফুটবলার এ্যাডাম জনসনকে ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার থেকেই তার কারাভোগ শুরু হচ্ছে। খবর বিবিসির।
নিজের অনৈতিক কাজের জন্য ক্যারিয়ারে বড় ধরনের বিপর্যয়ে পড়েছেন এই মিডফিল্ডার। এ সম্পর্কে পেশাদার ফুটবলার সংগঠনের চেয়ারম্যান গর্ডন টাইলর জানান, ফুটবলের সুনাম ক্ষুণ্ণ করেছেন জনসন। ফলে শাস্তি শেষে তার নতুন করে ক্যারিয়ার শুরুর সম্ভাবনাও খুব কম।
ফেব্রুয়ারিতে আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় জনসনকে বরখাস্ত করে ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ড। এর আগে আটাশ বছর বয়সী এই খেলোয়ারের সঙ্গে চুক্তি বাতিল করে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী বহুজাতিক প্রতিষ্ঠান এডিডাস।
পনের বছর বয়সী ওই কিশোরী জনসনের ভক্ত ছিল। ওই কিশোরীর দুর্বলার সুযোগ নিয়ে তিনি কিশোরীটির সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন বলে অভিযোগ ওঠার পর ২০১৫ সালে জনসনকে গ্রেপ্তার করা হয়।
টিটিএন/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের ১২০ ঘণ্টা পার হয়েছে: ক্লাউডফ্লেয়ার
- ২ ইরানের নাগরিকদের বিক্ষোভ চালিয়ে যাওয়া উচিত, সাহায্য আসছে: ট্রাম্প
- ৩ নতুন করে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শত শত ট্রাক্টর নিয়ে রাস্তায় ক্ষুব্ধ কৃষকরা
- ৪ ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশকে নতুন ফ্রন্ট হিসেবে দেখছে না
- ৫ দক্ষিণ এশিয়ায় ৫ম, বিশ্বের ৭ম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের