সিরিয়ার রাজনৈতিক সমাধানে রাশিয়ার সঙ্গে একমত কেরি
সিরিয়ায় একটি রাজনৈতিক সমাধানের জন্য রাশিয়ার সঙ্গে একমত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কেরি জানান, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার গতি আরো বাড়াতে এবং দেশটির রাজনৈতিক সংকট মোকাবেলায় রাশিয়ায়র সঙ্গে কাজ করবেন তিনি।
ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চার ঘণ্টা আলোচনার পর কেরি বলেন, শান্তি আলোচনা আরো দ্রুততর এবং সফল করার জন্য একটি রাজনৈতিক সমাধানে পৌঁছাতে হবে। আর এসব বিষয় আসাদের অবগত হতে হবে।
কেরি আরো বলেন, রাশিয়া এতদিন সিরিয়া ইস্যুতে আসাদকে সমর্থন করেছে। আর তারা তাদের এই সমর্থনকে সঠিক বলে প্রচার করেছে। কিন্তু আজ আমরা এ বিষয়ে একমত যে আমাদের অতিদ্রুত দেশটির রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে আরো সামনের দিকে নিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি আমাদের এই প্রচেষ্টায় রাশিয়া পুরোপুরি নিযুক্ত থাকবে। আর আমাদের সবার প্রচেষ্টা প্রেসিডেন্ট আসাদকে আগামী দিনগুলোতে রাজনীতির ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। আর এসব প্রক্রিয়ার মাধ্যমেই সিরিয়ায় শান্তি ফিরে আসবে বলে মনে করেন কেরি।
টিটিএন/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিত
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ জানুয়ারি ২০২৬
- ৩ অন্য মালিকানা ‘অগ্রহণযোগ্য’, ট্রাম্পের হুমকিতে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ডেনমার্ক
- ৪ ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি
- ৫ ইরানে বিক্ষোভে গিয়ে ফাঁসির মুখে কে এই এরফান সোলতানি?