ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

বেলজিয়ামে ফের বিস্ফোরণ

প্রকাশিত: ০১:২০ পিএম, ২৫ মার্চ ২০১৬

পুলিশি অভিযানের সময় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের চায়েরবিক এলাকায় ফের বিস্ফোরণে হয়েছে। শুক্রবার দেশটির সংবাদসংস্থা বেলগা নিউজ অ্যাজেন্সির এক প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ব্রাসেলসের প্রধান বিমানবন্দর ও মেট্রোস্টেশনে বোমা হামলায় ৩১ জন নিহত ও আরো তিন শতাধিক আহত হয়। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীদের ধরতে দেশটির চায়েরবিকে শুক্রবার নতুন করে ব্যাপক পরিসরে অভিযান চালায় পুলিশ। চায়েরবিকের একটি বাড়িতে তল্লাশির সময় নতুন করে এ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের বিষয়ে সরকারি কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন আগে ওই এলাকার একটি বাসা থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (অাইএস) পতাকাসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মঙ্গলবার ব্রাসেলসের হত্যাযজ্ঞে অংশ নেওয়া এক আত্মঘাতী হামলাকারী ওই বাসায় থাকতেন।

এদিকে, ব্রাসেলস হামলায় জড়িত সন্দেহে ছয়দিন পর দেশটির পুলিশ ছয় সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবারের ওই হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এর আগে গত বছরের নভেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসের ছয়টি স্থানে একযোগে হামলায় ১৩০ জনের নিহতের ঘটনায়ও দায় স্বীকার করে আইএস।

বেলজিয়ামের সরকারি সংবাদমাধ্যম আরটিবিএফ বলছে, শুক্রবারের পুলিশি অভিযানের শুরুতে চায়েরবিকে অন্তত দুটি বিস্ফোণের শব্দ পাওয়া গেছে।

এসআইএস/এমএস