জাতীয় নির্বাচন
পাকিস্তানে কোনো রাজনৈতিক দলের পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র
পাকিস্তানে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন উঠছে। কারণ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে বন্দি রাখা হয়েছে। তিনি নির্বাচনেও অংশ নিতে পারবেন না। তবে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ নির্বাচনে লড়াই করবে।
এমন পরিস্থিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটি পাকিস্তানের সুষ্ঠু নির্বাচনে সমর্থন দেবে। পাকিস্তানের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের পক্ষ নেবে না বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন>মৃত্যুদণ্ড হতে পারে ইমরান খানের, আশঙ্কা বোনের
মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলেন, পাকিস্তানের জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে তাদের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র।
আগামী ৮ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বানের লক্ষ্যে দ্বিপাক্ষিকতারভিত্তিতে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে কাজ করছে বলেও জানানো হয়েছে।
ইমরান খানের সাইফার মামলায় মৃত্যুদণ্ড হতে পারে বলে কয়েকদিন আগে আশঙ্কা প্রকাশ করেছেন তার বোন আলিমা খান।
আদিলিয়া কারাগারের বাইরে সাংবাদিকদের কাছে আলিমা খান সন্দেহ প্রকাশ করে বলেন, এক্ষেত্রে তিনি ন্যায়বিচারের প্রতিফলন দেখছেন না।
সূত্র: জিও নিউজ
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মাচাদোকে শান্তি পুরস্কার দেওয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের ফৌজদারি অভিযোগ দায়ের
- ২ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
- ৩ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন
- ৪ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ৫ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প