আফগানিস্তানে ভারী তুষারপাতে নিহত ১৫, মারা গেছে ১০ হাজার পশুও
আফগানিস্তানের ময়দান ওয়ারদাক প্রদেশে ভারী তুষারপাত। ছবি: এএফপি
আফগানিস্তানে ভারী তুষারপাতে গত তিন দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, বালখ এবং ফারিয়াব প্রদেশে সাম্প্রতিক তুষারপাতের কারণে মানুষের পাশাপাশি প্রায় ১০ হাজার গবাদি পশুও মারা গেছে।
সার-ই-পুলের বাসিন্দা আব্দুল কাদির বলেন, খুব ভারী তুষারপাত চলছে। মানুষ উদ্বিগ্ন, কারণ তাদের গবাদিপশুর ক্ষতি হচ্ছে। অনেক রাস্তা অবরুদ্ধ, যান চলাচল নেই বললেই চলে।
আরও পড়ুন>>
- আফগানিস্তানের কান্দাহারে ‘জীবন্ত বস্তুর’ ছবি তোলা নিষেধ!
- আফগানিস্তানে যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত
- আফগানিস্তানে ৬.৪ মাত্রার ভূমিকম্প, কাঁপলো ভারত-পাকিস্তানও
একই এলাকার আরেক বাসিন্দা আমানুল্লাহ বলেন, প্রবল তুষারপাত হচ্ছে। রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে পড়েছে। ভেড়াগুলো ক্ষুধার্ত। এ অবস্থায় সরকারের সাহায্য করা উচিত।
জানা গেছে, গত দুই দিনের টানা তুষারপাতে সলং গিরিপথ এবং ঘোর, বাদঘিস, গজনি, হেরাত, বামিয়ানসহ দেশটির বিভিন্ন প্রদেশে যান চলাচলে বন্ধ হয়ে গেছে।
ফারিয়াবের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র এসমতুল্লাহ মুরাদি বলেছেন, প্রদেশটিতে ভারী তুষারপাতের ফলে বেশিরভাগ জেলার রাস্তা বন্ধ হয়ে গেছে এবং প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী বাসিন্দারা আটকা পড়েছেন।
আরও পড়ুন>>
- তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিলো কাজাখস্তান
- আফগানিস্তানকে টপকে বিশ্বের শীর্ষ আফিম উৎপাদক এখন মিয়ানমার
- পাকিস্তান ছেড়ে নিজ দেশে ফিরলেন দেড় লাখের বেশি আফগান
আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র মিসবাহউদ্দিন মুস্তাইন, সব প্রদেশে কমিটি গঠন করা হয়েছে। অবরুদ্ধ রাস্তাঘাট চালু করা, জনগণের কাছে খাদ্য ও পশুখাদ্য পৌঁছে দেওয়া এবং যারা আটকা পড়েছেন তাদের উদ্ধারের জন্য কাজ করছে এসব কমিটি।
এখন পর্যন্ত আফগানিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। তবে টোলোনিউজ জানিয়েছে, আগামী দিনগুলোতে এই ঘটনার ভুক্তভোগী মানুষ ও গবাদি পশুর সংখ্যা আরও বাড়তে পারে।
কেএএ/