ভুলে জেলেনস্কিকে পুতিন বলে সম্বোধন করলেন বাইডেন
ন্যাটো সম্মেলনে বাইডেন। ছবি: এএফপি
ওয়াশিংটনে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বক্তব্য দিতে গিয়ে ফের তালগোল পাকিয়ে ফেলেছেন। করেছেন বেশি কিছু ভুল, যা নিয়ে আবার শুরু হয়েছে সমালোচনা।
বক্তব্যের এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভুল করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পুতিন বলে সম্বোধন করেন। যদিও সঙ্গে সঙ্গে বিষয়টিকে সংশোধন করে নিয়েছেন তিনি।
আরও পড়ুন>
বাইডেনকে বলতে শোনা যায়, আমি এবার মঞ্চ ছেড়ে দিতে চাই ইউক্রেনের প্রেসিডেন্টকে। যার আছে সাহস, আছে কিছু করে দেখানোর ইচ্ছা। আমি প্রেসিডেন্ট পুতিনকে স্বাগত জানাচ্ছি।
এর দুই সেকেন্ড পরেই ভুল হয়েছে বুঝতে পেরে তা সংশোধন করে নেন বাইডেন। বলেন, জেলেনস্কি পুতিনকে হারাবেন।
বাইডেন যখন জেলেনস্কিকে পুতিন বলে সম্বোধন করেন তখন রুমের মধ্যে থাকা অনেকেই অবাক হয়ে যান।
বাইডেনের ভুল মন্তব্যের পর জেলেনস্কি বলেন, আমি পুতিনের চেয়ে ভালো। যদিও জেলেনস্কি তার নিজের বক্তব্য শুরুর আগে রুমে থাকা অনেকেই হাসতে শুরু করেন।
সূত্র: রয়টার্স
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এআই ভিডিওতে ‘বিশ্বসেরা’, ইউটিউব চ্যানেলে বছরে আয় ৩৮ কোটি রুপি
- ২ পশ্চিমবঙ্গের সীমান্ত সিল করবে বিজেপি: অমিত শাহ
- ৩ সালমান খানের ‘ব্যাটেল অব গালওয়ান’ নিয়ে চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
- ৪ ২০২৫ সালে এআই বিপ্লব: যেসব কাজে বদলে দিলো বিশ্ব
- ৫ ইরানে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রকাশ্যে সহায়তার ঘোষণা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার