ব্যাংককের এক হোটেল রুম থেকে ৬ মরদেহ উদ্ধার
ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ছবি: এএফপি।
ব্যাংককের একটি হোটেল রুম থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) থাইল্যান্ডের রাজধানীটিতে এ ঘটনা ঘটে।
ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।
বিকেল সাড়ে ৫টার দিকে পাথুম ওয়ান জেলার গ্র্যান্ড হায়াত ইরাওয়ান হোটেলের ঘটনার বিষয়ে লুম্পিনি পুলিশকে জানানো হয়।
আরও পড়ুন>
সেখানে গিয়ে পুলিশ তিন পুরুষ ও তিনজন নারীর মরদেহ উদ্ধার করে। দরজার সামনে তাদের লাগেজ পাওয়া গেছে।
পুলিশ সিসিটিভ ফুটেজ পরীক্ষা করছে ও তথ্য সংগ্রহ করতে সেখানের লোকদের জিজ্ঞাসাবাদ করছে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের ছয়জনই ভিয়েতনামের নাগরিক। তবে তাদের মধ্যে দুইজনের মার্কিন নাগরিকত্বও রয়েছে।
তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ও পরে নিশ্চিত হওয়া গেছে যে তারা বিষক্রিয়ায় মারা গেছেন। তবে তারা আত্মহত্যা করেছেন নাকি তাদের বিষপ্রয়োগ করে হত্যা করা হয়েছে তা এখনো পরিষ্কার নয়।
সূত্র: ব্যাংকক পোস্ট
এমএসএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এআই ভিডিওতে ‘বিশ্বসেরা’, ইউটিউব চ্যানেলে বছরে আয় ৩৮ কোটি রুপি
- ২ পশ্চিমবঙ্গের সীমান্ত সিল করবে বিজেপি: অমিত শাহ
- ৩ সালমান খানের ‘ব্যাটেল অব গালওয়ান’ নিয়ে চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
- ৪ ২০২৫ সালে এআই বিপ্লব: যেসব কাজে বদলে দিলো বিশ্ব
- ৫ ইরানে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রকাশ্যে সহায়তার ঘোষণা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার