ওমানে হামলায় নিহতদের জাতীয়তা প্রকাশ
ওমানের রাজধানী। ছবি: এএফপি (ফাইল)
ওমানে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। জানা গেছে, তাদের মধ্যে চারজন পাকিস্তানি ও একজন ভারতীয় রয়েছেন। তবে তিন হামলাকারীও নিহত হয়েছেন। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
ওমান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পাঁচ ব্যক্তির পাশাপাশি হামলায় এক পুলিশও শহীদ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৮ জন।
আরও পড়ুন>
মঙ্গলবার (১৬ জুলাই) ওমানের রাজধানী মাস্কটের আল-ওয়াদি-আল-কবির এলাকায় একটি মসজিদের কাছে গুলির ঘটনা ঘটে। এর পরই পুলিশ সেখানে এগিয়ে যায়।
ঘটনার পরই ওমানে অবস্থিত পাকিস্তানের দূতাবাস থেকে জানানো হয়, আহতদের মধ্যে পাকিস্তানি রয়েছে।
মাস্কটে মার্কিন দূতাবাস গুলির ঘটনার পর একটি নিরাপত্তা সতর্কতা জারির পাশাপাশি মঙ্গলবার সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে।
ওমানে এ ধরনের হামলা নজিরবিহীন। আঞ্চলিক বিভিন্ন সংঘাতে দেশটি মধ্যস্থতা করে থাকে।
সূত্র: গাল্ফ নিউজ
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এআই ভিডিওতে ‘বিশ্বসেরা’, ইউটিউব চ্যানেলে বছরে আয় ৩৮ কোটি রুপি
- ২ পশ্চিমবঙ্গের সীমান্ত সিল করবে বিজেপি: অমিত শাহ
- ৩ সালমান খানের ‘ব্যাটেল অব গালওয়ান’ নিয়ে চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
- ৪ ২০২৫ সালে এআই বিপ্লব: যেসব কাজে বদলে দিলো বিশ্ব
- ৫ ইরানে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রকাশ্যে সহায়তার ঘোষণা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার