ইমরান খান-বুশরা বিবির নামে নতুন করে ৮ মামলা
ইমরান খান ও বুশরা বিবি/ ফাইল ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা ‘চূড়ান্ত বিক্ষোভ’ কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনায় ইমরান ও তার স্ত্রীসহ দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে আটটি মামলা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) ইসলামাবাদ পুলিশ বাদী হয়ে এ মামলা করে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন ও জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে ভাষণ দেওয়ার সময় শেহবাজ বলেন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা পাকিস্তানকে বাঁচাবো নাকি বসে যেতে দেব। বৈঠকের কয়েক ঘণ্টা পরেই ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে মামলার পদক্ষেপ নেয় ইসলামাবাদ পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জিওনিউজের প্রতিবেদনে বলা হয়েছ, শাহজাদ টাউন, সিহালা, খান্না, শামস কলোনি, নুন, নিলোর, তরনল, বানিগালাসহ বিভিন্ন থানায় মামলাগুলো নথিভুক্ত করা হয়েছে। এসব মামলায় ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি ও পিটিআইয়ের কেন্দ্রীয় নেতাদের নাম রয়েছে। যার মধ্যে আলি আমিন গন্ডাপুর, সালমান আকরাম রাজা ও শেখ ওয়াকাস আকরামও রয়েছেন।
মামলায় দলের স্থানীয় নেতৃত্ব ছাড়াও হাজার হাজার ব্যক্তির নাম রয়েছে। মামলাগুলোয় মধ্যে সন্ত্রাস, পুলিশের ওপর হামলা, ১৪৪ ধারা লঙ্ঘন, অপহরণ এবং সরকারি কাজে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে।
সাবেক ক্ষমতাসীন দল পিটিআইয়ের প্রতিবাদ কর্মসূচি ঘিরে ইসলামাবাদে ইমরানের সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয় সম্প্রতি। এতে বেশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটে।
পুলিশের বাধা উপেক্ষা করেই ইসলামাবাদের ডি-চক এলাকায় এগোতে থাকেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে বুধবার ভোররাতে বুশরা বিবি সমাবেশস্থলে পৌঁছানোর আগেই নিরাপত্তা বাহিনীর অভিযানে হঠাৎ করে বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা দেয় পিটিআই।
বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে পিটিআই বলে জানায়, সরকারের নৃশংস পদক্ষেপের কারণে শান্তিপূর্ণ সামবেশ আপাতত স্থগিত করা হলো। ইমরান খানের পরবর্তী দিকনির্দেশনা অনুযায়ী ভবিষৎ পরিকল্পনা নির্ধারণ করা হবে বলেও জানিয়েছে সাবেক ক্ষমতাসীন দলটি।
২০২২ সালে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান একাধিক মামলায় অভিযুক্ত হন। ২০২৩ সালের মে মাসে ইমরান খানকে গ্রেফতার করা হয়। এরপর এক বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন ইমরান। তার বিরুদ্ধে ১৫০টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। পিটিআইয়ের দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
সূত্র: জিও নিউজ, ডন
এসএএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মাচাদোকে শান্তি পুরস্কার দেওয়ায় নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে অ্যাসাঞ্জের ফৌজদারি অভিযোগ দায়ের
- ২ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
- ৩ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তুত রাশিয়া: পুতিন
- ৪ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনা কর্মকর্তারা
- ৫ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প