ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

শেখ হেলালসহ ১২১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩১ এএম, ১২ মার্চ ২০২৫

সাবেক সংসদ সদস্য শেখ হেলাল ও খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আবদুল খালেকসহ ১২১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে খুলনায় ‘মানবতাবিরোধী অপরাধের’ ঘটনায় তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) নাঈম শিকদার নামের এক ব্যক্তি চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ করেন বলে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

অভিযোগে নাঈম শিকদার বলেন, গণ-অভ্যুত্থানের সময় ৪ আগস্ট তিনি গুলিবিদ্ধ হন। তার শরীরে এখনো ৪ শতাধিক গুলি আছে। তার পিঠে একটা বড় গুলি লেগেছিল, যা অনেক অনুরোধের পর এনেস্থেশিয়া ছাড়াই একজন চিকিৎসক বের করে দেন।

অভিযোগে বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুন নাহারসহ ১২১ জনের নাম উল্লে­খ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, গত ৪ আগস্ট দুপুরে ছাত্র-জনতার আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশ্যে আসামিরা বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী গোলচত্বর এলাকায় জড়ো হন। এরপর তারা গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে ও ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটান। এছাড়া বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।

এফএইচ/ইএ/জেআইএম