ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

পরিবারসহ সাবেক এমপি মুকুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২১ পিএম, ০৮ এপ্রিল ২০২৫

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল, তার স্ত্রী জাহানারা ইয়াসমিন, মেয়ে আমেনা আজম অর্শি ও ছেলে রায়হান আবিদ অমির বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আরও পড়ুন

আবেদনে বলা হয়েছে, আলী আজম মুকুল ও অন্যদের বিরুদ্ধে অবৈধভাবে হাজার কোটি টাকার সম্পদ অর্জন, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান চলমান। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। বিধায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

এমআইএন/ইএ/এমএস