নতুন মামলায় গ্রেফতার সালমান-আনিসুল-দীপু-কামরুল
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে চার হেভিওয়েটকে।
সোমবার (১৯ মে) বেলা ১১টার দিকে তাদের গ্রেফতার দেখান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম।
গ্রেফতার দেখানো আসামিরা হলেন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
এর মধ্যে দীপু মনি ও কামরুল ইসলামকে শাহবাগ থানার মো. মনির হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। আর সালমান এফ রহমান ও আনিসুল হককে কদমতলী থানার মাসুদ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়।
এমআইএন/জেএইচ/এএসএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ হাদির মৃত্যুতে দেশ এক সাহসী কণ্ঠস্বর হারালো: প্রধান বিচারপতি
- ২ নিউমুরিং টার্মিনাল নিয়ে রিট নিষ্পত্তিতে হাইকোর্টের বেঞ্চ নির্ধারণ
- ৩ নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালে ন্যায়বিচার চাইলেন ৩ সেনা কর্মকর্তা
- ৪ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১ ও ২ এপ্রিল
- ৫ বিচার বিভাগের স্থিরতা হতে পারে জাতির নির্ভরযোগ্য স্থিতিশীলতার উৎস