ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

হাইকোর্টের রুল

রাষ্ট্র সংস্কার আন্দোলনকে কেন নিবন্ধন দেওয়া হবে না

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:২৬ পিএম, ২০ মে ২০২৫

রাষ্ট্র সংস্কার আন্দোলনকে কেন নিবন্ধন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবসহ বিবাদীদের আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (২০ মে) হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারির এ আদেশ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদালতে রিটের পক্ষে আইনজীবী হাসনাত কাইয়ূম শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী আবেদা গুলরুখ।তাদের সাথে ছিলেন অ্যাডভোকেট আমাতুল করিম।

এর আগে নিবন্ধন পেতে আবেদন খারিজ করে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ূম রিটটি করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য রাষ্ট্র সংস্কার ইসিতে আবেদন করে, যা ২০২৩ সালের ২৯ মার্চ নামঞ্জুর হয়। এ নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন ইসিতে রিভিউ আবেদন করে। এ আবেদন চলতি বছরের ৫ ফেব্রুয়ারি খারিজ হয়। এই দুই সিদ্ধান্তের বৈধতা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম গত মাসে রিটটি করেন।

আদেশপর পর আইনজীবী হাসনাত কাইয়ুম সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আবেদন ও রিভিউ আবেদন খারিজের নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব–বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে। তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এফএইচ/এসএনআর/জিকেএস

বিজ্ঞাপন