আইন ও বিচার বিভাগের জন্য ২০১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
আগামী ২০২৫-২৬ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে ২০১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়েছে।
এর মধ্যে পরিচালন খাতে ১৮১২ কোটি টাকা ও উন্নয়ন খাতে ২০৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য ১৯২২ কোটি টাকা বরাদ্দ করা হয়। এর মধ্যে পরিচালন খাতে ১৭৪৪ কোটি টাকা ও উন্নয়ন খাতে ১৭৮ কোটি টাকা বরাদ্দ করা হয়।
সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। যা জিডিপির ১২ দশমিক ৭ শতাংশ।
এর মধ্যে পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
এফএইচ/এমকেআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ হাদির মৃত্যুতে দেশ এক সাহসী কণ্ঠস্বর হারালো: প্রধান বিচারপতি
- ২ নিউমুরিং টার্মিনাল নিয়ে রিট নিষ্পত্তিতে হাইকোর্টের বেঞ্চ নির্ধারণ
- ৩ নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালে ন্যায়বিচার চাইলেন ৩ সেনা কর্মকর্তা
- ৪ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১ ও ২ এপ্রিল
- ৫ বিচার বিভাগের স্থিরতা হতে পারে জাতির নির্ভরযোগ্য স্থিতিশীলতার উৎস