ভুয়া গ্রেফতারি পরোয়ানা: অভিযুক্তদের ধরতে তদন্তের নির্দেশ
ফাইল ছবি
ভুয়া মামলা নম্বর বসিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করার ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি এ ঘটনায় সংশ্লিষ্ট অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ জুলাই) সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে সোমবার (২৮ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি একটি নালিশি মামলায় সুজন কুমার বসু নামে এক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনা ঘটে। ওই আসামির আইনজীবী তানভীর হাসান সোহেল সেই পরোয়ানা ফেরত প্রাপ্তির জন্য দরখাস্ত জমা দেন। পরে দেখা যায়, জারি করা ওয়ারেন্ট ভুয়া এবং এ ধরনের কোনো নালিশি মামলায় আসামির নাম নেই।
অভিযোগের অনুসন্ধানে জানা যায়, গত বছরের ১৮ জুন সুজন কুমার বসুর নামে ম্যাজিস্ট্রেটের জাল স্বাক্ষর করে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়। পরে দেখা যায়, গ্রেফতারি পরোয়ানা রিসিভ সংক্রান্ত কোনো রেজিস্ট্রারে উপস্থাপনকারী কর্মচারীর নাম লেখা বা স্বাক্ষর নেওয়া হয়নি। ভুয়া পরোয়ানা সৃষ্টিকারী প্রতারক ব্যক্তিরা আদালতের নাম ও সিল ব্যবহার করে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে ইস্যুর ক্ষমতার অপব্যবহার করে সাধারণ জনগণকে হয়রানি করে। সংশ্লিষ্ট অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়াসহ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
এমআইএন/এমএএইচ/এএসএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ আগেই দুই দফা রিমান্ড শেষ, ফের রিমান্ডে নিলে হার্ট অ্যাটাক করবো
- ২ ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ তিন দিনের রিমান্ডে
- ৩ নির্বিঘ্নে নির্বাচনি প্রচারণা চালাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
- ৪ ট্রাইব্যুনালে ফজলুর রহমান: আমার জীবনে আর এ রকম হয়নি, ক্ষমা চাই
- ৫ আবু সাঈদ হত্যা মামলায় মঙ্গলবার সাক্ষ্য দেবেন হাসনাত আব্দুল্লাহ