ঢাকা মহানগর দায়রা জজ হলেন সাব্বির ফয়েজ
ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ/ছবি সংগৃহীত
জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. সাব্বির ফয়েজকে ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব হাইকোর্টের বিচারপতি নিয়োগ পাওয়ায় পদটি শূন্য ছিল। এরপরই সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে তাকে এ পদে নিয়োগ দেওয়া হলো।
সাব্বির ফয়েজ এর আগে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন জেলায় জেলা ও দায়রা জজ হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ছিলেন হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার।
এমআইএন/বিএ/এএসএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ হাদি হত্যা: মামলায় দণ্ডবিধি ৩০২ ধারা সংযোজনের আদেশ
- ২ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে অসামরিক পণ্য উৎপাদন বন্ধে নোটিশ
- ৩ সীমান্ত পারাপার চক্রের যোগসূত্রসহ আরও যা অভিযোগ ডিবির
- ৪ রিমান্ডে আসামিরা আরও গুরুত্বপূর্ণ তথ্য দেবেন, আশা রাষ্ট্রপক্ষের
- ৫ হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরাতে রিট