ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ফ্যাসিস্ট শাসন যেন আর না আসে: ট্রাইব্যুনালে মাহমুদুর

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ফ্যাসিস্ট শাসন যেন আর বাংলাদেশে ফিরে না আসে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দিতে মাহমুদুর বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারকে যেভাবে বলা হয়েছিলো ‘নেভার এগেইন’, বাংলাদেশেও এ বিচারের মাধ্যমে আমরা চাই ফ্যাসিস্ট শাসন যেন আর ফিরে না আসে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দেন মাহমুদুর। মামলার আসামিরা হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আমার দেশ সম্পাদক বলেন, ন্যায়বিচার করা হোক, যাতে শহীদ পরিবার, আহত জুলাইযোদ্ধা ও তাদের পরিবারের শোক কিছুটা লাঘব হয়।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মাহমুদুরের জবানবন্দি নেওয়া হয়। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রথম দিনের মতো জবানবন্দি পেশ করেন মাহমুদুর। মঙ্গলবার অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা শুরু করেন হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

মামলায় সোমবার ১৬তম দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলে ট্রাইব্যুনালে। ওই দিন ৪৬তম সাক্ষী হিসেবে মাহমুদুরের সাক্ষ্যগ্রহণ শেষ না হলে মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছিল।

এফএইচ/একিউএফ/এমএস