ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

বিএনপি নেতা ফজলুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:২৭ পিএম, ২৬ নভেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার (কনটেম্পট অব কোর্ট) অভিযোগ করেছে প্রসিকিউশন।

বুধবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বারবার এই অভিযোগ করা হয়।

প্রসিকিউটর গাজি এমএইচ তামিম জাগো নিউজকে নিশ্চিত বিষয়টি করেছেন।

প্রসিকিউটর গাজি এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে প্রসিকিউশন।

এ সংক্রান্ত বিষয়ে আজ আংশিক শুনানি হয়েছে। ট্রাইব্যুনালের একজন সদস্য উপস্থিত ছিলেন। অভিযোগ গুরুতর বিবেচনায় ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে রোববার (৩০ নভেম্বর) শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৩ নভেম্বর একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে ‘আমি এ বিচার মানি না’-সহ ট্রাইব্যুনালের গঠন ও বিচার প্রক্রিয়া নিয়ে মন্তব্য করেন অ্যাডভোকেট ফজলুর রহমান।

অ্যাডভোকেট ফজলুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–৪ আসনে (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) বিএনপি মনোনীত প্রার্থী।

এফএইচ/ইএ/জেআইএম