‘১০ এপ্রিল খালেদা হাজির না হলে অন্যরকম আদেশ’
রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ১০টিসহ মোট ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১০ এপ্রিল আদালতে হাজির না হলে অন্যরকম আদেশ দেবেন বলে জানিয়েছেন বিচারক।
মঙ্গলবার আদালতে বেগম খালেদা জিয়ার হাজির হওয়ার দিন ধার্য ছিল। এদিন তার চোখের সমস্যার কারণে তিনি আদালতে হাজির হতে না পারায় সময়ের আবেদন করেন তার আইনজীবীরা। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সময়ের আবেদন মঞ্জুর করে বলেন, ‘১০ এপ্রিল খালেদা জিয়া আদালতে হাজির না হলে অন্যরকম আদেশ দেয়া হবে।’
খালেদার বিরুদ্ধে ১১টি মামলা হলো- দারুসসালাম থানার নাশকতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা।
আজ ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল।
জেএ/এআরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ ২৮ জানুয়ারির মধ্যে ময়মনসিংহে তিন হত্যার প্রতিবেদন দাখিলের নির্দেশ
- ২ মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার জবানবন্দি
- ৩ নোয়াখালী-৫: ফখরুলের মনোনয়ন প্রত্যাহারে বিএনপি মহাসচিবকে নোটিশ
- ৪ দুই জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলার আবেদনে যা বলা হয়েছে
- ৫ মান্নার আবেদনের শুনানি চেম্বার আদালতে সোমবার পর্যন্ত মুলতবি