ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

নবাবগঞ্জ ভূমি অফিসের দুর্নীতি তদন্তে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২২ এএম, ০৩ এপ্রিল ২০১৭

ঢাকার নবাবগঞ্জ ভূমি অফিসের দুর্নীতি তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ওই ভূমি অফিসের দুর্নীতি নিয়ে এক অনুসন্ধানী প্রতিবেদন আমলে নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ জাগো নিউজকে এই তথ্য জানান।

গত রোববার একটি জাতীয় দৈনিক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকার পাশের নবাবগঞ্জ উপজেলা অফিসে যেকোনো কাজের জন্য নির্দিষ্ট হারে ঘুষ দিতে হয়। টাকা ছাড়া সেখানে কোনো ফাইল নড়ে না।

এফএইচ/জেডএ/এসআর/জেআইএম

আরও পড়ুন