ফখরুলসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৮ আগস্ট
ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ী থানার নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম এ দিন ধার্য করেন।
২০১২ সালের ৯ ডিসেম্বর যাত্রাবাড়ী থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। পরে ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বিশ্বাস বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ ৭৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
জেএ/এসআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যায় হাসিনাসহ ৩৪ জনের নামে অভিযোগপত্র
- ২ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ৩ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৪ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৫ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর