EN
  1. Home/
  2. আইন-আদালত

জুডিশিয়াল সার্ভিসের ইফতারে প্রধান বিচারপতি-আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২১ পিএম, ২৫ মে ২০১৯

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ (শনিবার)। এতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক উপস্থিত ছিলেন।

রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান বিচারপতির সহধর্মিণী সামিনা খালেক, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হেলাল চৌধুরী, মহাসচিব বিকাশ কুমার সাহাসহ জুডিশিয়াল সার্ভিসের সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী অনুষ্ঠানে আগতদের সঙ্গে কুশলবিনিময় করেন। এ সময় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়।

এফএইচ/এমএমজেড/এমকেএইচ

আরও পড়ুন