ব্যারিস্টার নাজমুল হুদার খালাসের রায় বাতিল
সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় খালাসের রায় বাতিল করেছেন আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ রায় দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
প্রসঙ্গত, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ৩ এপ্রিল নাজমুল হুদাকে ১২ বছর কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দিয়ে রায় দেন ওই সময়ের বিশেষ জজ আদালত। এ রায়ের বিরুদ্ধে আসামি নাজমূল হুদার আপিলের প্রেক্ষিতে ২০১০ সালের ১৮ আগস্ট তাকে খালাস দেন হাইকোর্ট।
এফএইচ/এসকেডি/আরআইপি
সর্বশেষ - আইন-আদালত
- ১ মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার জবানবন্দি
- ২ নোয়াখালী-৫: ফখরুলের মনোনয়ন প্রত্যাহারে বিএনপি মহাসচিবকে নোটিশ
- ৩ দুই জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলার আবেদনে যা বলা হয়েছে
- ৪ মান্নার আবেদনের শুনানি চেম্বার আদালতে সোমবার পর্যন্ত মুলতবি
- ৫ ফ্যাসিবাদী সরকারের দেওয়া মামলার বোঝা এখনো বয়ে বেড়ানো দুঃখজনক