পাসপোর্টের হিসাবরক্ষক জসিম কারাগারে
প্রতীকী ছবি
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সিলেট পাসপোর্ট অফিসের হিসাবরক্ষক জসিম উদ্দিন ভূঁইয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাইকোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জসিম উদ্দিন। দুদকের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, জসিম উদ্দিন ভূঁইয়া অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে নিজ ও স্ত্রীর নামে চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন বিভিন্ন মৌজায় জমি ক্রয়সহ জ্ঞাত আয়বহির্ভূত মোট ১৭ লাখ ২৭ হাজার ৫৭৩ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেন। এসব সম্পদ তিনি ভোগদখলে রাখেন। এছাড়া দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি নিজ ও স্ত্রীর নামে ২৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন। এ অভিযোগে গত ৪ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান মামলাটি করেন।
জেএ/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ নোয়াখালী-৫: ফখরুলের মনোনয়ন প্রত্যাহারে বিএনপি মহাসচিবকে নোটিশ
- ২ দুই জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলার আবেদনে যা বলা হয়েছে
- ৩ মান্নার আবেদনের শুনানি চেম্বার আদালতে সোমবার পর্যন্ত মুলতবি
- ৪ ফ্যাসিবাদী সরকারের দেওয়া মামলার বোঝা এখনো বয়ে বেড়ানো দুঃখজনক
- ৫ আসা-যাওয়া রাজনৈতিক দলের স্বাভাবিক প্রক্রিয়া: জারার পদত্যাগে আখতার