আজ মুজাহিদের সঙ্গে দেখা করবেন আইনজীবীরা
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার বিষয়ে আলোচনার জন্য কারাগারে সাক্ষাতের অনুমতি চেয়েছেন তার আইনজীবীরা।
মুজাহিদের আইনজীবী মো. শিশির মনির বলেন, ‘আমরা মোট পাঁচজন আইনজীবী আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করতে যাব। রায়ের রিভিউ আবেদন করার (গ্রাউন্ড) যুক্তিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য।’
শিশির মনির বলেন- আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও গাজী তামিম। এর আগে গত বৃহস্পতিবার সাকা ও মুজাহিদের পক্ষ থেকে রিভিউ আবেদন করা হবে মর্মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুকে নোটিশ পাঠিয়েছেন তদের আইনজীবীরা।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. জাহাঙ্গীর কবির বলেন, ‘শিশির মনিরসহ কয়েকজন আইনজীবী দেখা করার অনুমতি চেয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়ে তাদের জানাব।’
দুই আসামির (সাকা-মুজাহিদ) আইনজীবীরা আগেই জানিয়েছিলেন, রায়ের অনুলিপি হাতে পেলে তারা রিভিউ আবেদন করবেন। এর অংশ হিসেবেই তারা সাক্ষাতের সময় চেয়ে আবেদন করেছেন।
বৃহস্পতিবার বেলা তিনটার দিকে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য লাল কাপড়ে মুড়িয়ে মৃত্যু পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এই পরোয়ানার অনুলিপি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও। তবে রিভিউ আবেদন করার পর দণ্ড কার্যকরের প্রকৃয়া স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যাবে বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রিভিউ খারিজ হয়ে গেলে সেই রায়ের অনুলিপি কারাগারে পাঠানো হবে এবং কারা কর্তৃপক্ষ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসামিদের ফাঁসি কার্যকর করবে।
এফএইচ/এসএইচএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব পদে নিয়োগ পেলেন মনজুর কাদের
- ২ নয়াপল্টনে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক কারাগারে
- ৩ ‘জঙ্গি সাজিয়ে’ ৯ তরুণ হত্যায় ৩ ফেব্রুয়ারি প্রতিবেদন জমার নির্দেশ
- ৪ হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল আহসানের আপিল শুনানি সোমবার
- ৫ সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬টি ক্যাডারসহ ২১৩ পদ সৃজনের গেজেট