২ নভেম্বর ফখরুলকে আত্মসমর্পণের নির্দেশ
নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগামী ২ নভেম্বর আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন চেম্বার জজ আদালত।
মির্জা ফখরুলের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের শুনানি শেষে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন।
এই আদেশের ফলে আগামী ২ নভেম্বর পর্যন্ত বিএনপির এই নেতাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার মেয়াদ বাড়ল। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষের শুনানি করেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলারুজ্জামান।
এর আগে গত ১৩ জুলাই আপিল বিভাগ ফখরুলের অসুস্থতাজনিত কারণে বিবেচনায় নিয়ে এ মামলাগুলোতে ফখরুলকে ছয় সপ্তাহের জামিন দেন।
এরপর এ মামলাগুলোতে আত্মসমর্পণের জন্য ৬ সপ্তাহ সময় বাড়িয়ে দেন আপিল বিভাগ। মঙ্গলবার ২য় বারের মতো আবারো সময় বাড়ালেন আদালত।
এর আগে মির্জা ফখরুল ইসলাম উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর যান । পরে সেখান থেকে যুক্তরাষ্ট্রে যান। মির্জা ফখরুলের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩১ আগস্ট আত্মসমর্পণের মেয়াদ ৬ সপ্তাহ বাড়িয়েছিলেন আপিল বিভাগ।
গত ২১ সেপ্টেম্বর সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় পৌনে দুই মাস উন্নত চিকিৎসা শেষে দেশে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে হাইকোর্টের একটি বেঞ্চ তিনটি মামলায় জামিন মঞ্জুর করে আদেশ দেন। সেই সঙ্গে (বিচারিক) নিম্ন আদালতে আত্নসমর্পণ করার জন্য বলা হয় নির্দেশে।
হাইকোর্টের দেয়া ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানির পর আপিল বিভাগ তার জামিন বহাল রাখেন।
এফএইচ/এসকেডি/আরআইপি
সর্বশেষ - আইন-আদালত
- ১ নয়াপল্টনে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক কারাগারে
- ২ ‘জঙ্গি সাজিয়ে’ ৯ তরুণ হত্যায় ৩ ফেব্রুয়ারি প্রতিবেদন জমার নির্দেশ
- ৩ হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল আহসানের আপিল শুনানি সোমবার
- ৪ সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬টি ক্যাডারসহ ২১৩ পদ সৃজনের গেজেট
- ৫ পিনাকীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার আবেদন