খুলনা মেয়রের বরখাস্তাদেশ হাইকোর্টেও বহাল
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জমান মনিকে সাময়িক বরখাস্ত করে দেয়া স্থানীয় সরকারের আদেশ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে স্থানীয় সরকারের আদেশ বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন আইনজীবী আনিসুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
অগ্নিসংযোগ ও পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় গত ১১ জুন মনিসহ মোট ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিভিন্ন মামলায় খুলনার মেয়রের বিরুদ্ধে আদালতে চার্জশিট গ্রহণ করায় সিটি কর্পোরেশন আইনের ১২ (১) এর ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে।
গত রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে এই রিট আবেদনটি দায়ের করেছিলেন মেয়র। রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছিল।
গত ২ নভেম্বর খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জামান মনিকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
ইতোপূর্বে নাশকতার মামলা থাকায় সিলেট, রাজশাহী ও গাজীপুরের মেয়রকে বরখাস্ত করা হয়। এরা সবাই বিএনপি সমর্থিত মেয়র।
এফএইচ/জেডএইচ/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যায় হাসিনাসহ ৩৪ জনের নামে অভিযোগপত্র
- ২ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ৩ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৪ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৫ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর