সিঙ্গাইরে পৌর নির্বাচন করতে বাধা নেই
মানিকগঞ্জের সিঙ্গাইরে পৌরসভা নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ আগামী ২১ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এই আদেশের ফলে সিঙ্গাইরে পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনের শুনানি করে সোমবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন। আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু।
এর আগে গত ২ ডিসেম্বর এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সিঙ্গাইর পৌরসভা নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেন বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম শহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ। ওই পৌরসভায় কেন নতুন করে ভোটার তালিকা করা হবে না- তা জানতে চেয়েও রুল জারি করেন আদালত।
ত্রুটিপূর্ণ ভোটার তালিকার অভিযোগ এনে রিটটি দায়ের করেন সিঙ্গাইর পৌরসভার ভোটার মো. মোস্তাক আহম্মেদ ভূঁইয়া। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম গোলাম মোস্তফা তাজ। পরে হাইকোর্টের আদেশ বাতিল চেয়ে আপিল করেন রাষ্ট্রপক্ষ।
এফএইচ/এসকেডি/আরআইপি
সর্বশেষ - আইন-আদালত
- ১ মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যায় হাসিনাসহ ৩৪ জনের নামে অভিযোগপত্র
- ২ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ৩ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৪ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৫ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর