ভোলাহাট উপজেলা চেয়ারম্যানকে বরখাস্তের আদেশ স্থগিত
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলামকে বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আনোয়ারুল ইসলামের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
গাজী কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, একটি মামলার চার্জশিটে আনোয়ারুল ইসলামের নাম থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ২৫ জানুয়ারি তাকে বরখাস্ত করে। পরে তিনি হাইকোর্টে রিট আবেদন করলে আদালত মন্ত্রণালয়ের আদেশ ছয় মাসের জন্য স্থগিত ঘোষণা করেন।
এফএইচ/বিএ