ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

‘বিচারপতি মানিক এক বছর ঠাণ্ডা ছিলেন’

প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী বলেছেন, আমি প্রধান বিচারপতি থাকা অবস্থায় বিচারপতি মানিক হাইকোর্টে আসেন, তখন একবছর তার মাথা ঠাণ্ডা ছিল। কিন্তু তার পর থেকেই তিনি আর ঠাণ্ডা নেই।

মঙ্গলবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির শফিউর রহমান মিলনায়তনে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও বিরাজমান পরিস্থিতি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।   

তিনি বলেন, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ‘স্যাডিস্ট’ সেটি প্রমাণিত। কিন্ত আমার প্রশ্ন হলো তিনি (বিচারপতি মানিক) কিভাবে নিয়োগ পেলেন এবং আপিল বিভাগে গেলেন।

তিনি আরো বলেন, সংসদে তাকে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল। তাকে (শামসুদ্দিন চৌধুরীকে) সংসদ ‘স্যাডিস্ট’ বলেছিল, আমার প্রশ্ন হল তিনি নিয়োগ পেলেন কিভাবে?

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা তাকে ‘স্যাডিস্ট’ বললেন, আপনারই তাকে আবার আপিল বিভাগে নিলেন কেন? জুডিশিয়ারিকে বাঁচাতে হবে। জুডিশিয়ারি নিয়ে মানিক যেসব বক্তব্য দিচ্ছেন তাতে বিচার বিভাগ ধ্বংস হচ্ছে।

তিনি বলেন, একজন বিচারপতি সংবাদ সম্মেলন করতে পারেন না। আমার কাছে একজন উকিল নালিশ করেছিলেন, একজন জজ সাহেব ১৫ মাস ধরে রায় লিখে দিচ্ছেন না। আমি শুনেছি ১ থেকে দেড়শ’ জজ সাহেবেরে কাছে অনেক রায় লেখা বাদ আছে। কিন্তু এতো সময় লাগে কেন? আমাদের সময় তো রায় লিখতে এতো হময় লাগতো না। রায় লিখতে এতো সময় লাগবে কেন?

এফএইচ/এসএইচএস/এএইচ/আরআইপি

আরও পড়ুন