জঙ্গি সংগঠন জামাতুল হিন্দালের ৫ সদস্য দুদিনের রিমান্ডে
প্রতীকী ছবি
সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৫ সদস্যের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর সন্ত্রাস বিরোধী আইনে করা মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজমের পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
তারা হলেন নাটোরের মো. আব্দুল্লাহ (২২), কুমিল্লার চান্দিনা মো. তাজুল ইসলাম (৩৩), নারায়ণগঞ্জের মো. জিয়াউদ্দিন (৩৭), মাদারীপুরের মো. হাবিবুল্লাহ (১৯) ও নারায়ণগঞ্জের মো. মাহামুদুল হাসান (১৮)।
এর আগে বুধবার রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে নতুন উগ্রবাদী জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইলফোন, ফতুওয়া সংক্রান্ত ১২ পাতার কাগজ জব্দ করা হয়। এরপর সন্ত্রাস বিরোধী আইনে ডেমরা থানায় একটি মামলা করেন কাউন্টার টেরোরিজমের পুলিশ পরিদর্শক এস এম মিজানুর রহমান।
জানা গেছে, ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া। বিভিন্ন সময় ঘরছাড়া অনেক তরুণ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় আত্মগোপনে রয়েছেন। বিভিন্ন সংগঠনের ছত্রছায়ায় সেখানে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা উগ্রপন্থি কার্যক্রম পরিচালনা করছে গোপনে। জঙ্গিদের ধরতে পার্বত্য চট্টগ্রামে চলছে সম্মিলিত অভিযান।
জেএ/এমআইএইচএস/জিকেএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ বন্ধে আইজিপি-ডিএমপিকে লিগ্যাল নোটিশ
- ২ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৮ জানুয়ারি
- ৩ প্রথম আলো কার্যালয়ে হামলার মামলায় আট আসামি রিমান্ডে
- ৪ রামপুরায় একজনকে গুলি ও দুজনকে হত্যায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শেষ
- ৫ জুলাই আন্দোলনে অপু হত্যা: সাবেক উপজেলা চেয়ারম্যান শিমুল কারাগারে