ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

এসআই রতনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ০৫:৪৪ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক সালেহউদ্দিন আহম্মেদ গ্রেফতারি পরোয়ানা জারির এই আদেশ দেন। গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৬ মার্চ দিন ধার্য করা হয়েছে।

এর আগে বুধবার (১০ ফেব্রুয়ারি) শ্লীলতাহানির অভিযোগের সত্যতা পেয়েছে উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এ বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করেন ঢাকা মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, এসআই রতন কুমারের বিরুদ্ধে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগের সত্যতা পেয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। এ তদন্তে পাঁচজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি মোহাম্মদপুরের শিয়া মসজিদের কাছে এসআই রতন কুমার রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্থা করেন বলে অভিযোগ ওঠে। শ্লীলতাহানির অভিযোগে ঘটনার পরদিন ১ ফেব্রুয়ারি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর আদালতে মামলা করেন ওই শিক্ষার্থী। আদালত মামলা আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ঘটনা তদন্তে ঢাকা মহানগর পুলিশ এবং পুলিশের তেজগাঁও বিভাগের পক্ষ থেকে দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়। আর একই দিন এসআই রতন কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়।

এআরএস

আরও পড়ুন